নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে ডাকাতদলের সরদার লাল মিয়া (৩৯) কে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল গত ২০ জানুয়ারী রাত ৮টার দিকে উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে লাল মিয়াকে গ্রেফতার করে। সে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা সৈয়দ গেদু মিয়ার ছেলে। র্যাবের দাবি গত ৫ আগস্ট বিগত সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোকের কর্মতৎপরতা ও ডাকাতির হার পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পায়। এরই অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রেফতারকৃত লাল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান আছে।
Leave a Reply