বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বিটিএমএ পরিচালক নির্বাচিত

ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বিটিএমএ পরিচালক নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক নির্বাচিত হয়েছেন সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ। গত ২৬ জানুয়ারি বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানান।
গত ৩০ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে বোর্ড সভায় ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদকে পরিচালক নির্বাচিত করা হয়। প্রসঙ্গত বাংলাদেশ সুতা প্রস্তুতকারক, বস্ত্রকল ও নির্মাতাদের প্রতিনিধিত্বকারী জাতীয় বণিক সমিতি হল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এই সমিতি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে কোম্পানি আইনানুসারে রেজিস্টার অব জয়েন্ট স্টক এন্ড ফার্ম অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। এটি দুই বছর মেয়াদে ২৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালক পর্ষদ দ্বারা পরিচালিত হয়ে থাকে। এতে ১ জন সভাপতি ও ৩ জন সহ-সভাপতি রয়েছেন। দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ আশির দশক থেকে হবিগঞ্জের নোয়াপাড়ায় পরিবেশ বান্ধব সায়হাম টেক্সটাইল মিলস,সায়হাম কটন মিলস, ফয়সল স্পিনিং মিলস, সায়হাম নীট কম্পোজিট, সফকো স্পিনিং মিলস, সায়হাম জুট মিলসসহ বিভিন্ন পরিবেশ বান্ধব রপ্তানিমুখী শিল্প কারখানা পরিচালনা করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com