চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চুনারুঘাট পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হোসাইন আলী রাজন ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় সিলেটের নর্থ-ইস্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে চুনারুঘাটে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৯৭ সালে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর জনগণের ইচ্ছায় নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচন হন তিনি। এরপর বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন হোসাইন আলী রাজন। পরবর্তীতে ২০০৫ প্রতিষ্ঠিত চুনারুঘাট পৌরসভার প্রতিষ্ঠাকালীন কমিশনার মনোনীত হন। সামাজিক বিচার-শালীশে হোসাইন আলী রাজনের অবদান ছিল অনস্বীকার্য। মৃত্যুকালে ৩ কন্যা ও ২ পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তিনি চুনারুঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
Leave a Reply