মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের ভূমিদস্যু সন্ত্রাসী হাসান-কামাল গং এর অত্যাচারে বাড়ি ছাড়া কৃষক আসাদ আলী ও তার পরিবার। সন্ত্রাসীদের অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে গত শনিবার (২৫ জানুয়ারী ২৫) মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার আমল) আদালত, হবিগঞ্জে ভুক্তভোগী কৃষক আসাদ আলী বাদী হয়ে দশজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত বুধবার ২২ জানুয়ারি ২৫ তারিখ সকাল আনুমান ১১.০০ ঘটিকার সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু হাসান মিয়া (৩৮) ও কামাল মিয়া (৪২) এর নেতৃত্বে সন্ত্রাসী চক্রের সদস্য দানু মিয়া (৫০), মিলন মিয়া (৩০), রুহুল আমিন (৪০), আব্দুল মালেক (৫৫), শিমুল মিয়া (২৫), শেলিনা আক্তার (৩০), শাহানা বেগম (৪০), রাকিব মিয়া (২৪) দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কৃষক আসাদ আলীর বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করে। এ সময় স্বর্ণ অলংকারসহ নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। এ সময় প্রাণনাশের ভয় দেখিয়ে কৃষক আসাদ আলীর স্ত্রীকে মারধর করে ১ লক্ষ ৭০ হাজার টাকা ও বিউটি বেগমের গলা থেকে ১ ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। মামলার বাদী আাসাদ আলী বলেন, আমি দীর্ঘদিন এদের দ্বারা নির্যাতিত। আমার বৈধ সম্পত্তি দখল করেছে। বাড়ি ঘরে হামলা করে লুটপাট করেছে। এই ঘটনায় আমি তাদের বিরুদ্ধে মামলা করি। কিন্তু তারা জামিন নিয়ে পুনরায় আমার বাড়িঘরে হামলা করে বসত ঘরটিকে ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলে এবং মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এখন আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। মামলার তদন্তকারী কর্মকর্তা জুয়েল রানা বলেন, যেহেতু আসামিরা জামিনে আছে সেহেতু গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তাই মামলার মেডিকেল রিপোর্ট আসার পরে চার্জশিট দিয়ে দিব। তখন ব্যবস্থা গ্রহণ করা যাবে।
Leave a Reply