স্টাফ রিপোর্টার॥ চুনারুঘাটে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আসোড়াইল গ্রামের হাজী চুন্নু মিয়ার ছেলে রুকু মিয়া (৩৬), চুনারুঘাটে উপজেলার চিমটিবিল এলাকার শুকুর আলীর ছেলে শাহিন মিয়া (৩৫) ও দুধপাতিল এলাকার ওমর আলীর ছেলে রাজন মিয়া (২০)। গতকাল সোমবার বিকেলে সেনাবাহিনীর পক্ষ থেকে আটককৃদের চুনারুঘাটে থানায় হস্তান্তর করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন তাজওয়ার আমিনের নেতৃত্বে ওসি নূর আলমসহ একদল পুলিশ উপজেলার চন্ডিছড়া এলাকায় অভিযান চালায়। এ অভিযানে রুকু মিয়া ও শাহিন মিয়াকে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে চুনারুঘাটে থানার ওসি নূর আলমের নেতৃত্বে আইতন এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় উপজেলার দুধপাতিল এলাকার ওমর আলীর ছেলে রাজন মিয়াকে (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাটে থানায় মাদক আইনে মামলা হয়েছে। চুনারুঘাটে থানার ওসি নূর আলম বিষয়টি নিশ্চিত করেন। অপরাধ দমনে আইনশৃংখলা বাহিনীর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply