সোমবার, ০৫ মে ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা পারভেজ চৌধুরীর নেতৃত্বে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন-প্রশাসন নির্বিকার শচীঅঙ্গন ধাম মন্দির ভাঙ্গনে জটিলতা  কমিটি বসে সমন্বয়ের নির্দেশনা মাধবপুরে বাঘাসুরা  চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান হদিস নেই টাউন মডেল স্কুলের পুকুর আগের রূপে ফিরিয়ে আনতে তৎপর পৌরসভা নবীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারের নামে হাসপাতাল চলছে অপচিকিৎসা চুনারুঘাটে ভুয়া বিল ভাউচার দিয়ে এতিমের টাকা আত্মসাৎ করার অভিযোগ নিখোঁজ মুফতি শাইখুলের সন্ধান চায় শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা ছাড়াই রিপোর্ট সেন্টারটি সিলগালা বিজিবির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি-মদের চালান জব্দ
সবচেয়ে বড় কাঠবিড়ালি চুনারুঘাটের রেমাকালেঙ্গায়

সবচেয়ে বড় কাঠবিড়ালি চুনারুঘাটের রেমাকালেঙ্গায়

স্টাফ রিপোর্টার ॥ বিশে^র সবচেয়ে বড় কাঠবিড়ালি মালয়ান এর দেখা পাওয়া যায় দেশের দ্বিতীয় বৃহত্তম বন চুনারুঘাটের রেমাকালেঙ্গায়। সম্প্রতি ফটোগ্রাফার শাহেদ আহমেদ কালেঙ্গা বন থেকে এই কাঠবিড়ালির ছবি তুলেন। এদের ইংরেজিতে নাম ইষধপশ মরধহঃ ংয়ঁরৎৎবষ বা গধষধুধহ মরধহঃ ংয়ঁরৎৎবষ বৈজ্ঞানিক নাম জধঃঁভধ নরপড়ষড়ৎ. মালয়ান কাঠবিড়ালির দেহের দৈর্ঘ্য মাথাসহ প্রায় ৬০ সেন্টিমিটার। আর লেজ ৬০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। প্রচলিত আছে বাংলাদেশের শুধুুু একমাত্র চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের বিরল এই প্রাণীর দেখা মিলে। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে অন্য বনেও আছে তবে তা সংখ্যায় এত কম যে খুব সহজে দেখা যায়না। বাংলাদেশে মোট ৮ প্রজাতির কাঠবিড়াািল আছে তার মধ্যে সব থেকে বড় মালয়ান কাঠবিড়ালি, মালয়ান কাঠবিড়ালিকে বলা হয় বিশ্বের সবচে বড় কাঠবিড়ালি। মালয়ান বড় কাঠবিড়ালি দেখতে সাধারণ কাঠবিড়ালির মত নয়। আকৃতিতে অন্যান্য কাঠবিড়ালির তুলনায় এরা বেশ বড়। বিশাল লম্বা লেজ আর বড় বড় কান দেখলে মনে হতে পারে বানর জাতীয় কিছু। সংকটাপন্ন প্রজাতি এই কাঠবিড়ালির দেখা মিলে রেমা-কালেঙ্গা বনে। আইইউসিএন এই কাঠবিড়ালিকে সংকটাপন্ন প্রজাতি হিসেবে সনাক্ত করেছে। ক্রমাগতভাবে বন ধ্বংস, বনের প্রাকৃতিক প্রতিবেশ ব্যবস্থা বিনষ্ট করা, বনের পুরনো এবং দীর্ঘদেহী বৃক্ষগুলো উজাড়, বনে নতুন করে বসতি স্থাপন, দীর্ঘদিন ধরে বনে বাস করা বিভিন্ন জনগোষ্ঠীর মানুষরা বন্যপ্রাণীদের গোপনে শিকার বা হত্যা করার কারণে মালয়ান কাঠবিড়ালির অস্তিত্ব এখন সংকটের মুখে।
বনের পরিবেশ রক্ষা না করতে পারলে এরা অচিরেই হারিয়ে যাবে। একটি পূর্ণবয়স্ক কাঠবিড়ালি সব মিলিয়ে দেড় মিটারের মত লম্বা এবং প্রায় দুই কেজি ওজন হতে পারে। এদের মাথা, কান, লেজসহ পৃষ্ঠদেশ কালো বা মেরুন বর্ণের এবং পেটের দিকটা সাদা হয়। গাছের মগডালে ডালপালা ও পাতা দিয়ে বাসা তৈরি করে থাকে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রজনন মৌসুম। বাংলাদেশের পাশাপাশি চীন, নেপাল, ভারত, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালেয়শিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলোর গহিন বনে মালয়ান কাঠবিড়ালির দেখা মেলে। মূলত তৃণভোজী এই কাঠবিড়ালির খাদ্য তালিকায় রয়েছে বুনো ফল, বীজ ও কচি পাতা। কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, রেমা বনটি দেশের দ্বিতীয় বৃহত্তম বন। এ বনের নানা প্রজাতির কাঠবিড়ালির মধ্যে বিরল এবং সবচেয়ে বড় কাঠবিড়ালিটি রেমা কালেঙ্গা বনে রয়েছে। এটি আমাদের জন্য ভাল খবর। এটি অন্য কোন বনে দেখা যায়না। বৃন্দাবন সরকারি কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দেব বলেন, দেশের ৮ প্রজাতির কাঠবিড়ালির মধ্যে মালয়ান সবচেয়ে বড় কাঠবিড়ালিটি রেমা-কালেঙ্গায় রয়েছে। এতবড় কাঠবিড়ালি এখন সারা বিশে^ই বিরল। অন্য বনে এদের অবস্থান থাকলেও সাধারনত দেখা যায়না তবে দেশে একমাত্র রেমা কালেঙ্গা বনে এদের সহজে দেখা মিলে এবং এই বনে এদের অবস্থা ভাল। তিনি আরো জানান, এই প্রাণীটি প্রাকৃতিক বনেই থাকে, তাই এখনই বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় উদ্যোগী না হলে মালয়ান কাঠবিড়ালি হারিয়ে যাবে আমাদের দেশ থেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com