বুধবার, ০৭ মে ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বানিয়াচং তিন ঘণ্টার সংঘর্ষে আহত ৪০ আজমিরীগঞ্জ থানার ওসি’র সঙ্গে আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবীতে  নতুন ব্রীজে মহাসড়ক অবরোধ চুনারুঘাটে  হাসনাত আব্দুল্লাহ’র উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন মাধবপুরে পুলিশের উঠান  বৈঠক ব্যাপক সাড়া পড়েছে। বিএনপি নেতা পারভেজ চৌধুরীর নেতৃত্বে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন-প্রশাসন নির্বিকার শচীঅঙ্গন ধাম মন্দির ভাঙ্গনে জটিলতা  কমিটি বসে সমন্বয়ের নির্দেশনা মাধবপুরে বাঘাসুরা  চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান হদিস নেই টাউন মডেল স্কুলের পুকুর আগের রূপে ফিরিয়ে আনতে তৎপর পৌরসভা নবীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারের নামে হাসপাতাল চলছে অপচিকিৎসা
ইমামবাড়ী বাজারে সিএনজি মালিকদের প্রতিবাদ সভা

ইমামবাড়ী বাজারে সিএনজি মালিকদের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি ॥ ইমাম বাড়ী বাজারে সিএনজি মালিকদের প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রশাসন কর্তৃক নবীগঞ্জ ষ্ট্যান্ডে প্রতি সিএনজি থেকে ১৫ টাকা করে দৈনিক ষ্ট্যান্ড ম্যানেজারকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু শ্রমিকদের অভিযোগ প্রতিদিন ১৫ টাকা করে ষ্ট্যান্ডের আদায় করার কথা থাকলেও সাম্প্রতিক সময়ে একদল বহিরাগত ব্যক্তিরা প্রথম টিপে ৩০ টাকা করে আদায় করে থাকে। পরে ফিরতি টিপে ১০ টাকা করে নেয়া হয়। যা নিয়মবর্হিভূত। এ ছাড়া শ্রমিকরা স্ট্যান্ড পরিচালনা করার কথা থাকলে বর্তমানে নবীগঞ্জ হাসপাতাল ষ্ট্যান্ড ম্যানেজার রানা দেব, ফখরুল ইসলাম, হামজা, আঙ্গুর আলী, হামিদুর রহমান গং জোরপূর্বক উল্লেখিত টাকা আদায় করেন। এতে সিএনজি চালকসহ মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এমনকি চালকদের নবীগঞ্জ যেতে বারণ করে বহিরাগতরা। এই নৈরাজ্যের প্রতিবাদে গতকাল ইমামবাড়ী বাজারে সিএনজি মালিক সমিতি ও চালকদের এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মোঃ আরজু মিয়া। আব্দুল মান্নানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দক্ষিন বাজার সিএনজি মালিক সমিতির সভাপতি সাজু চৌধুরী,সাধারন সম্পাদক শফিকুর নূর, রসুলগঞ্জ মালিক সমিতির সভাপতি জামাল মিয়া, সাধারন সম্পাদক মোহিত মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সোহেল আহমেদ, লিটন দত্ত, আব্দুর রহমান, আব্দুল আওয়াল, জামাল, হিফজুর রহমান, আঙ্গুর, আলামিন, শাহীনূর, অনুদুল ও শাওন প্রমুখ।
নবীগঞ্জ ও নবীগঞ্জ হাসপাতাল ষ্ট্যান্ডের নেতৃব্ন্দ ও সহযোগীদের নৈরাজ্য ও জুলুমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন। বক্তাদের দাবী প্রশাসনের বেধে দেয়া চাঁদা তারা দিতে সম্মত আছেন। কিন্তুু ষ্ট্যান্ড ম্যানেজার সহ তাদের সহযোগীদের অধিক হারে জোরপূর্বক অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ করার জোর দাবী জানিয়েছেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com