বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

রাজনগর এতিমখায় শিশু নির্যাতন  আটক ১

রাজনগর এতিমখায় শিশু নির্যাতন  আটক ১

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা কিছু প্রভাবশালীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। যার যার ইচ্ছামতো এতিমখানাটি পরিচালনা করছেন। ইতোপূর্বেও কয়েকজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় তাদের দৌরাত্ম দিনদিন বেড়েই চলেছে। দুর্নীতিবাজ সদস্যরা বিগত সরকারের আমলে এমপি আবু জাহিরের ছত্রছায়ায় থেকে এসব কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলো। বৈষম্য বিরোধী আন্দোলনের ছোয়া সব প্রতিষ্ঠানে লাগলেও রাজনগর ইসলামিয়া এতিমখানায় লাগেনি। গতকাল শুক্রবার বিকালে এতিমখানার ছাত্র নাঈম হাসান (১০) ছাদের ওপর ঘুড়ি উড়াচ্ছিলো। এ সময় এতিমখানার কমিটির সদস্য ডিডরাইটার মোঃ নুরুল হক (৪৫) তাকে নিচে আসতে বলেন। ওই ছাত্র কিছুক্ষণ পর আসবে জানালে নুরুল হক ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক বেত্রাঘাত শুরু করেন। এক পর্যায়ে সে চিৎকার শুরু করলে আশপাশের অন্যরা এসে তাকে রক্ষা করেন। সন্ধ্যার পর সে অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। খবরটি এলাকায় চাওর হলে উত্তেজিত জনতা এতিমখানা থেকে নুরুল হককে আটক করে উত্তম মধ্যম দেয়। এদিকে ওসি আলমগীর কবির ওই ছাত্রের জবানবন্দি শুনে সাথে সাথেই রাজনগর জনতার হাত থেকে নুরুল হককে আটক করে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নুরুল হক ও তার লোকজন থানায় বিষয়টি রফাদফার চেষ্টা করছেন। খবর নিয়ে জানা গেছে, এতিমখানায় বিত্তশালীদের দেয়া পণ্য এতিমদের মাঝে বন্টন না করে কমিটির কতিপয় সদস্য নিয়ে যান। এ নিয়ে কোনো এতিম প্রতিবাদ করলে তার ওপর চলে নির্যাতন। ফলে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এ বিষয়ে সদর থানার ওসি আলমগীর কবির জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া গেছে। নুরুল হককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। আহত নাঈম হাসান গোসাইপুরের বাসিন্দা। অভাব অনটনের কারণে তার পিতা-মাতা তাকে এতিমখানায় দিয়েছিলো বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com