মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চোরাই স্বর্ণ বেচাকেনা হতো শহরের উষা শিল্পালয়ে জাতীয় পার্টিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন জিএম কাদের: খন্দকার মনিরুজ্জামান টিটু সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আব্দুল হাই হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন চুনারুঘাটের যুবলীগ নেতা দুলাল তালুকদার গ্রেফতার সীমান্তে বিজিবির সতর্ক পাহারা নিরাপদ হবিগঞ্জ নিশানের ৩৫ কর্মকর্তা কর্মচারির বিরুদ্ধে ৩৩০ কোটি টাকা আত্নসাতের মামলা মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা নবীগঞ্জে সাংবাদিক এম এ বাছিতের পিতার ইন্তেকাল  প্রশাসনকে ফাঁকি দিয়ে সাধারণ বালুর রশিদে বিক্রি হচ্ছে মাধবপুরে সিলিকা বালু
ইসরায়েলি পণ্য বর্জন করলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবন

ইসরায়েলি পণ্য বর্জন করলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তার নিজস্ব প্রতিষ্ঠান “আরজু চায়নিজ বাংলা রেস্টুরেন্ট” থেকে নিজ উদ্যোগে ইসরায়েলি পণ্য সরিয়ে নিয়েছেন এবং এসব পণ্য চিরতরে বর্জনের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, আমি আবুল হোসেন জীবন। আমি ব্যবসায়ী হলেও একজন মুসলমান। আজ থেকে আমার দোকানে ইসরায়েলি কোনো পণ্য থাকবে না। আমরা আমাদের মুসলমান ভাইদের ওপর যে বর্বরতা হচ্ছে শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। এই নির্যাতনের প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি। আমি আশাবাদী, মুসলমানদের এই অন্যায়ের বিরুদ্ধে সবাই সোচ্চার হবেন। যতদিন না ইসরায়েল নির্যাতন বন্ধ করছে, ততদিন আমি তাদের পণ্য বিক্রি করবো না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন এই পণ্যগুলোর অনেক ছিল উচ্চমূল্যের বিক্রিতে ভালো লাভ হতো। কিন্তু একজন মুসলমান হিসেবে আমার বিবেক সে অনুমতি দেয় না। নির্যাতিত মুসলিমদের রক্তের দামে কোনো মুনাফা আমি চাই না। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয়ভাবে এই ঘোষণায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এভাবে যদি প্রত্যেক মুসলমান সজাগ হন, তাহলে ফিলিস্তিনের নির্যাতিত ভাইদের জন্য একটা কার্যকর বার্তা যাবে দুনিয়াব্যাপী। আবুল হোসেন জীবন জানান, তার এই সিদ্ধান্ত শুধু ব্যবসায়িক নয়, বরং নৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় দায়িত্ববোধ থেকে এসেছে। তিনি সব মুসলিম ব্যবসায়ী ও জনসাধারণকে আহ্বান জানান, আসুন, আমরা সবাই মিলে ইসরায়েলি পণ্য বর্জন করি মুসলিম উম্মাহর প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com