নিজস্ব প্রতিনিধি: আজমিরীগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে এক মাছ বিক্রেতার বিরুদ্ধে। এ ঘটনার সহিত জড়িত বাজারের মাছ বিক্রেতা মোঃ মানিক মিয়া (৪০)’ কে আটক করেছে পুুলিশ। গত ২৪ এপিল বৃহস্পতিবার পৌর এলাকার আজিমনগর লম্বাহাটির নয়াবাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত- বুইদ্দা মিয়ার পুত্র। এদিকে এ বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার গ্রামে একটি সালিশ-বৈঠক অনুষ্টিত হয়। সালিশ-বৈঠকে অভিযুক্ত মানিক মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়,
আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর লম্বাহাটির নয়াবাড়ির বাসিন্দা ৬ বছরের এক শিশু
গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার আশপাশের অন্যান্য শিশুদের সহিত খেলতে ঘর থেকে বের হয়। এরই মধ্যে এক ফাঁকে খেলার ছলে লোকচক্ষুর আড়ালে পার্শ্ববর্তী মৃত- বুইদ্দা মিয়ার পুত্র মানিক মিয়া (৪০) ওই শিশুকে ধর্ষন করে। খেলায় অংশ নেয়া শিশুরা আশপাশের মহিলাদের বিষয়টি জানিয়ে দেয়। এক পর্যায়ে ওই শিশুর অভিবাবকরা অবগত হলে, মান-সম্মান হানির ভয়ে বিষয়টি গোপন রাখে। এরই মধ্যে ধর্ষনের বিষয়টি এলাকায় চাওর হয়ে যায়। গ্রামের লোকজনের মাঝে জানাজানি হলে,
এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরই মধ্যে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত মাছ বিক্রেতা মোঃ মানিক মিয়া গাঁ ঢাকা দেয়। এদিকে, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশের একটি টিম ধর্ষনের ঘটনায় অভিযুক্ত মানিক মিয়া’কে এলাকার লোকজনের সহায়তায় বিকাল ৫টায় হাতে নাতে গ্রেফতার করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান , গত ২৪ তারিখে ধর্ষনের ঘটনাটি ঘটে, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষক মানিক মিয়া কে গ্রেফতার করা হয়।
Leave a Reply