নিজস্ব প্রতিনিধি ॥ সিলেট হযরত শাহজালাল (রহঃ)-এর ৭০৬ তম ওরস মোবারক শুরু হয়েছে। গতকাল রোববার (১৮ মে) ওরসের দিন রেওয়াজ অনুযায়ী সকাল থেকে শুরু হয়েছে মাজারে গিলাফ চড়ানো। চলে বিকেল পর্যন্ত। আজ সোমবার (১৯ মে) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা। এই ওরসকে ঘিরে শাহজালা(রঃ) দরগাহ এলাকায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দু’দিনব্যাপী ওরসের মধ্যে থাকছে মাজারে গিলাফ চড়ানো, জিকিরআজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে এসেছেন লাখ লাখ ভক্তরা। ওরস শুরু হওয়ার দুদিন আগে থেকেই হোটেল-মোটেল গুলোতে ভিড় জমান হযরত শাহজালাল (রহঃ) এর ভক্ত-আশেকানরা। ভক্তরা বলছেন, আউলিয়ার সরদারের রুহানী ফয়েজ পেতে হযরত শাহজালাল (রহঃ) ৭০৬ তম পবিত্র ওরসে আসা। আবার কেউ কেউ বলছেন, আমরা সওয়াব এর আশায় আসি। আল্লাহর প্রিয় বান্দার উসিলা নিয়ে উনার হাবিবের উসিলা নিয়ে দোয়া-দুরুদ পড়বো। কবুল করার মালিক আল্লাহ। কারণ তিনি হচ্ছেন অর্ন্তযামী। এদিকে শান্তিপূর্ণভাবে ওরস পরিচালনা করতে দক্ষিণ সুরমার সহকারী পুলিশ কমিশনার আব্দুল বাতেন খান জানান, প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে আয়োজকদের সহযোগিতা করতে তারা কাজ করছেন । পাশাপাশি সাদা পোশাকেও থাকছে পুলিশ, রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা।
Leave a Reply