মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে গরু (ষাঁড়) বাছুর ও ঘরের উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৫জন কে এঁড়ে গরু ও ২৪ জন কে গরু রাখার ঘরের উপকরণ টিন,ফ্লোরের মেট ও পিলার বিতরণ করা হয়। হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী নৃ গোষ্ঠী কে গরু ও ঘরের উপকরণ বিতরণ করেন।এ সময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মিঠুন সরকার , মৎস্য কর্মকর্তা আবু আফসার ফরিদুল হক বক্তব্য রাখেন। উপজেলার নোয়াপাড়া ও শাহজাহানপুর ইউনিয়নের চা বাগান গুলোতে নৃ-গোষ্ঠীর বসবাস এর মধ্যে গরু ও ঘরের উপকরণ দেওয়া হয়।
Leave a Reply