রবিবার, ২৭ Jul ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে ‘২৪ এর রঙ্গে গ্রাফিতি’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জে ‘২৪ এর রঙ্গে গ্রাফিতি’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ‘২৪ এর রঙ্গে গ্রাফিতি’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে শহরের পশ্চিম পাশে প্রধান সড়কের কিনারে দেয়ালে গ্রাফিতি অংকন প্রতিযোগীতায় শিক্ষার্থীরা তাদের রং-তুলিতে ২৪ এর গণআন্দোলনের বিভিন্ন ঘটনা অংকন করে। গ্রাফিতিতে তারা আবু সাঈদ, মুগ্ধ সহ শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান উল্লেখ্য করে। স্লোগানগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল ‘পানি লাগবে পানি’, ‘বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘বাবা দেখ হেলিকপ্টার’, ‘পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গী’, যদি চাই অধিকার হয়ে যাই রাজাকার, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘৫২ দেখিনি ৭১ দেখিনি, ২৪ দেখেছি’, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই। পরে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গ্রাফিতি দেখতে আসেন। এ সময় প্রচুর জনসমাগম হয়। উল্লেখ্য, জেলা প্রশাসন আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় জেলার ২০টি হাই স্কুল ও ১৭টি কলেজের ১৮০জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com