স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি যারা করে তারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। এ জন্যই আওয়ামীলীগের এত জেল জুলুম নির্যাতনের পরও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে। এ জন্য বিএনপিকে বাংলাদেশের মানুষ ভালোবাসে। ইনশাআল্লাহ, জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপির রাষ্ট ক্ষমতায় যাবে। হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৬টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট মতিউর রগমান সানু, রাজিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ শেখ উসমানি গনি, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ প্রমুখ।
Leave a Reply