সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের (৭৪) চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল রবিবার গঠিত এই বোর্ডে আটজন সদস্য রয়েছেন।
শামসুদ্দিন চৌধুরী মানিক বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। হাসপাতালের ৪র্থ তলায় সার্জারি ওয়ার্ড ৪-এর অধীন দুই নম্বর আইসিইউতে ভর্তি আছেন তিনি।
শনিবার রাত ৯টার দিকে তার স্ক্রোটাল ইনজুরির (অণ্ডকোষে আঘাত) অস্ত্রোপচার হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া মেডিকেল বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এও জানিয়েছেন, শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে।
গঠিত মেডিকেল বোর্ডের প্রধান করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্ত্তীকে।
Leave a Reply