জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত আগামীকাল সোমবার বা দ্রুততম সময়ের মধ্যে বাতিল হতে পারে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিল মামলাটি পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়া হবে। নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল হলে দ্রুত আইনী এই পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করবেন বলেই আশা প্রকাশ করেন এই আইনজীবী।
Leave a Reply