বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

বদলির আদেশ হওয়ার পরও কর্মস্থল ছাড়েননি প্লাবন

বদলির আদেশ হওয়ার পরও কর্মস্থল ছাড়েননি প্লাবন

 

নিজস্ব প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকতা (পিআইও) প্লাবন পালের’র খুঁটির জোর কোথায়? এমন প্রশ্ন দেখা দিয়েছে চুনারুঘাটের সচেতন জনগনের মাঝে। অধিদপ্তর কর্তৃক বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে কার্যক্রম। জানা গেছে, গত ৭ আগস্ট দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক তাসনূভা নাশতারান স্বাক্ষরিত ৫১.০১.০০০০.০০৩.১৯.০১৫.২৩.৬৬২ নং স্মারকের অফিস আদেশে খাগড়াছড়ির পানছড়িতে বদলি করা হয় প্লাবন পালকে। ওই অফিস আদেশে আরো উল্লেখ করা হয় যে ১৪ আগষ্টের পূর্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে তাৎক্ষনিকভাবে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে। অফিস আদেশের ২০ দিন পেরিয়ে গেলেও বদলি হওয়া কর্মস্থলে যোগদান না করেই দিব্যি চুনারুঘাট অফিসে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা ওই অফিসে হানা দিয়ে ওই কর্মকর্তাকে খোঁজাখুঁজি করেছিল। দপ্তরে না পেয়ে উত্তেজিত জনতা চলে যায়। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন প্লাবন পাল। দীর্ঘ ৫ বছর একই কর্মস্থলে থেকে নানা সমালোচনার সৃষ্টি করেন।
এ বিষয় অভিযুক্ত কর্মকর্তা পিআইও প্লাবন পাল বদলির সত্যতা নিশ্চিত করে বলেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমি স্টে অবস্থায় আছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার জানান, উনার বদলি আদেশ বিষয়ে অবগত আছি। কিন্তু যোগদানের বিষয় উনার উর্ধতন কর্মকর্তাই ভালো জানেন, আমি অবগত নই।
এ ব্যাপারে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com