দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক আজাদ কবির নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে দেশের বাইরে চলে গেছেন। তিনি গত সপ্তাহে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। গত ২১ আগস্ট রাতে তার ঢাকার বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। ওই সময় বাসায় কেউ ছিলেন না।
এর আগে ১৫ আগস্ট একদল সন্ত্রাসী তার উপর ওপর প্রকাশ্যে হামলা চালালে তিনি রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৮৪, তারিখ ১৫/০৮/২০২৪ইং) করে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।। কিন্তু আবারো হামলা হওয়ায় তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।
সুত্রজানায়, আজাদ কবির প্রায় ৪০ বছর আওয়ামীলীগ সমর্থিত সাংবাদিক সংগঠনের সঙ্গে যুক্তছিলেন এবং দলটির শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছিলেন। এই রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণেই তিনি হামলার শিকার হয়েছেন। এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
Leave a Reply