মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

মাধবপুরে সৈয়দ সঈদ কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন

মাধবপুরে সৈয়দ সঈদ কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন

মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে কলেজের শিক্ষার্থীরা ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল বুধবার (২৮ আগস্ট) দুপুরে কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে মাধবপুর উপজেলা সদরে এসে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে মানববন্ধন শেষে নাম পবির্তন করার দাবিতে সভা করেন। কলেজের শিক্ষার্থীরা ও বৈষম্য বিরোধী ছাত্রনেতারা মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
সভায় বক্তারা বলেন, মাধবপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের নাম ২০২০ সালে বিগত সরকারের আমলে তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি প্রভাব কাটিয়ে তার পিতার নামে মৌলানা আছাদ আলীর নামে কলেজের নামকরণ করেন। এতে মাধবপুর ছাত্রজনতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, সীমিত সময়ের মধ্যে অন্তবর্তীকালীন সরকার কলেজের নাম দ্রুত পরিবর্তন না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ কঠিন কর্মসূচি দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com