বুধবার, ০৯ Jul ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

রাজনীতিতে আর ফিরবেন না সোহেল তাজ

রাজনীতিতে আর ফিরবেন না সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক ॥ আর রাজনীতিতে ফিরতে চান না সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন, দেশের বর্তমান পচা, নোংরা ও নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে আর ফিরতে চান না তিনি। সেই সঙ্গে যে কোন সরকারের সময়ই হওয়া গুম ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বুধবার দিনগত গভীর রাতে ফেসবুকে এক পোস্টে সোহেল তাজ অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে অনুসরণ এবং পথরোধ করেছে। পোস্টের সঙ্গে সেই সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেন সোহেল তাজ। পোস্টে হয়রানির শিকার হবার অভিযোগ করে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ নিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন সোহেল তাজ। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না। সেটা যে দলেরই হোক। অনেক নিরীহ নেতাকর্মী আছে। তাদের ওপর অত্যাচার ও নিপীড়ন করার নিন্দা জানাচ্ছি। সোহেল তাজ বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হওয়ায় তাদের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। তবে এই সরকারের প্রথম কাজ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় তিনি জানান, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলেরই আত্মসমালোচনা করা উচিত। বর্তমান সময়ে হওয়া মামলাগুলোতে অনেক নির্দোষ ব্যক্তিকেও আসামি করা হচ্ছে। এনিয়ে আরো সচেতন হওয়া উচিত। রাজনীতিতে আর ফিরবেন না বলেও জানান সোহেল তাজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com