স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত সুলেমান মিয়ার পুত্র হেলাল মিয়ার বিরুদ্ধে হামলা চালিয়ে একই গ্রামের মাসুক মিয়ার পুত্র সাজু মিয়াকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে সাজু গত ২৯ আগস্ট হামলার প্রতিকার চেয়ে হেলাল মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার সীমান্তর্তী কুশিয়ারা ডাইকের পার্শ্ববর্তী সড়ক দিয়ে হোসেরপুর, দুর্গাপুর, পাগাড়পুর, বনগাও, পারকুল, ডালারপাড়, দক্ষিণ তাজপুরসহ কয়েকটি গ্রামের স্কুল ও কলেজগামী শিক্ষর্থীরা বিভিন্ন প্রকার লোকাল যানবাহন নিয়ে যাতায়াত করে। ওই সড়ক ছাড়া স্থানীয় লোকজনের বিকল্প কোন রাস্তা নেই। একটি কোম্পানী কুশিয়ারা ডাইকে মেশিন বসিয়ে এবং ডাইকের পাশের জমিতে বালুর স্তুপ জমা করে ভারি যানবাহন দিয়ে অন্যত্র নিয়ে বিক্রি করে। এর ফলে জনচলাচলের একমাত্র রাস্তা দিয়ে রিক্সা এবং সিএনজি নিয়ে চলাচল করা যাচ্ছে না। সড়কটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। এ নিয়ে বাধাঁ দিলে হেলাল ক্ষিপ্ত হয়। ২৯ আগস্ট অতর্কিত হামলা চালিয়ে সাজু মিয়াকে গুরুতর আহত করে। এ সময় আশপাশের লোকজন গিয়ে আহত সাজু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
Leave a Reply