স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতি আর ঘুষের বাণিজ্য জমজমাট। এ অফিসের অনেক কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে ঘুষের অভিযোগ রয়েছে। তাদেরই একজন হিসাবরক্ষক বাদল পাল। গত ৬-৭ বছরে কোটি কোটি টাকার মালিক ও বিলাশ বহুল গাড়ীর মালিক বনে গেছেন। একজন হিসাবরক্ষকের এত টাকা আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌর শহরের যশেরআব্দা এলাকার মৃত বিশে^শ^র পালের ছেলে বাদল পাল ৭ বছর আগে আওয়ামীলীগ সরকারের আমলে পাসপোর্ট অফিসে হিসাবরক্ষক হিসেবে চাকুরী লাভ করেন। বরিশালের পাসপোর্ট অফিসে যোগদান করার পর থেকেই খুলে যায় তার কপাল। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এক বছর আগে ডেপুটেশনে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদান করেন। বাদল পালের নামে বেনামে ব্যাংক একাউন্টে কোটি কোটি টাকা রয়েছে বলে জানান এলাকাবাসী। এছাড়াও তার নিজ এলাকায় একটি বিলাস বহুল বাড়ী নির্মাণ করছেন। যার মূল্য ৫ কোটি টাকার অধিক।
বিভিন্ন মামলার আসামিসহ পলাতক, রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধভাবে পাসপোর্ট তৈরী করে দেশ থেকে পালাতে সহযোগিতা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। বিনিময়ে হাতিয়ে নিয়েছেন মোট অংকের টাকা। বাদল পালের দুর্নীতি আর ঘুষের বাণিজ্যের ব্যাপারে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান এলাকাবাসী। এ ব্যাপারে বাদল পালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।
Leave a Reply