স্টাফ রিপোর্টার ॥ খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন (রহঃ) পরিষদের আয়োজনে গত রবিবার সকালে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় সংগঠনের আহ্বায়ক মাওলানা মুফতি মামুনুর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে বন্যার্তদের মাঝে নগদ প্রায় ২ লাখ টাকা ও ২ হাজার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন আল মোমিন, মোঃ সুমন মিয়া, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা মুফতি হামিদ উদ্দিন আল মোমিন, হাফেজ মাওলানা হুমায়ূন কবির প্রমূখ। উল্লেখ্য, ওই এলাকার মাদ্রাসা ও মসজিদে দায়িত্বশীলদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
Leave a Reply