স্টাফ রিপোর্টার ॥ সিআইডির সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সরকারি এই চাকুরি দিয়ে যা যা করেছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে কোটি টাকার ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস। ধানমন্ডি এবং আফতাব নগরে একাধিক ফ্ল্যাট রয়েছে তার নামে বেনামে। এছাড়াও কানাডার বেগমপাড়ায় রয়েছে বিলাস বহুল বাড়ি। সেই বাড়িতে এক ছেলে পড়াশোনা করছে। আছে দামি গাড়িও। ঢাকায় এবং হবিগঞ্জে বিপুল পরিমাণ সম্পদ। দুই ছেলে ও স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে ১০ কোটি টাকার এফডিআর। প্রিমিয়ার ব্যাংকের একটি অ্যাকাউন্টে ছেলেদের নামে অর্ধকোটি টাকা।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কুটিরগাঁও গ্রামের বাসিন্দা মহিউদ্দিন (জিতু) এর পুত্র সালেহ উদ্দিন আহমেদ। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এসএম শামীম আহমেদ নামের এক ব্যক্তি।
Leave a Reply