চুনারুঘাটের বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ও ৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বইপাঠ প্রতিযোগিতায় মেধাবিকাশ গণগ্রন্থাগার চুনারুঘাটের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও গ্রন্থাগারিক, সহ সভাপতি দ্বীপ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক জয়শ্রী বিশ্বাস সুমির যৌথ পরিচালনায় দুইদিন ব্যাপি বইপাঠ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুনারুঘাটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন । হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আইয়ূব আলী, মেধাবিকাশ গণগ্রন্থাগারের অর্থ সম্পাদক শেখ ইয়াহিয়া হোসেন, পাঠচক্র সম্পাদক সাইফুল হোসেন কিবরিয়া, সদস্য অর্ঘ্য দাশ, নিশাত আহমেদ, জাহিদুল প্রীতম, সায়েম, মরিন সহ আরো অনেকে। এতে মেধাবিকাশ গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক ছাড়াও চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা মেধাবিকাশ গণগ্রন্থাগার থেকে বইপড়ে মূল্যায়ণে অংশ নিয়েছেন। গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক নির্দেশিত প্রশ্নমালার আলোকে দুইদিনে ধাপে ধাপে মূল্যায়ণ অনুষ্ঠীত হয়েছে। মেধাবিকাশ গণগ্রন্থাগার চুনারুঘাটের বইপড়া প্রতিযোগিতা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি সাইফুর রহমান বলেন, মেধাবিকাশ গণগ্রন্থাগার নিবন্ধন নং-হবি-০৮/২৩ জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বইপড়া ও সাংস্কৃতিক সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। নতুন প্রজন্মকে জ্ঞান ভিত্তিক ও সাংস্কৃতিক সমাজের একটি ম্যাসেজ সংগঠন দিয়ে যাচ্ছে।
Leave a Reply