চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নতুনব্রীজ শ্যামলী কাউন্টারের সামন থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রাত সাড়ে ৯টায় চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি ইকরামুল আহাদ। তিনি বলেন, ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে হামলা মামলায় তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপর হামলার ঘটনায় চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন বাদী হয়ে সাবেক এমপি ব্যারিস্টার সুমনসহ ৯৮ আওয়ামীলীগ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।
Leave a Reply