রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

হবিগঞ্জে ক্রেতাদের ভোগাচ্ছে ব্রয়লার মুরগি

হবিগঞ্জে ক্রেতাদের ভোগাচ্ছে ব্রয়লার মুরগি

হবিগঞ্জে ক্রেতাদের ভোগাচ্ছে ব্রয়লার মুরগি। দুইদিনের
ব্যবধানে বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০-৫০ টাকা পর্যন্ত
বেড়েছে। খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫
টাকায়। যা দুইদিন আগে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকার মধ্যে। সেই সাথে
ডিমগুলোও যেন হালিতে ১০ টাকা বাড়িয়ে নিয়েছে।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শায়েস্তানগর, সিনেমা হল, চৌধুরী বাজার,
চাষী বাজার, বগলা বাজার ও চৌধুরী বাজারে ঘুরে এসব তথ্য জানা গেছে।
দাম বৃদ্ধির বিষয়ে এক ব্যবসায়ী জানান, কয়েক দিন ধরে বাজারে ব্রয়লার
মুরগির চাহিদা বেড়ে গেছে। কিন্তু সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহেও কেজি প্রতি ১৫০ টাকায় ব্রয়লার মুরগি
বিক্রি হয়েছে। এখন সেই মুরগি ১৭০-১৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে, ব্রয়লারের পাশাপাশি বেড়েছে সোনালী ও লাল কক মুরগির দামও।
এছাড়া দাম বেড়েছে সবজিরও। বাজারে পটল থেকে শুরু করে বেগুন, চিচিঙ্গা,
লাউ, কঁাকরোল, করলা, আলুসহ বিভিন্ন ধরনের শাকসবজির আগের তুলনায়
অনেকটাই বেড়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com