চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার নাকের ডগায় একটি সড়কের বেহাল দশা। দীর্ঘদিন যাবৎ চলাচল অযোগ্য ৬ নং ওয়ার্ডের এ সড়ক নিয়ে মেয়র ও ওয়ার্ড কমিশনারের শরনাপন্ন হলেও সংস্কারের আশ্বাস ছাড়া আর কিছুই হয়নি। দিন দিন এই সড়কের পাশের বাসিন্দাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বাল্লা সড়কের সাঈদ চক্ষু হাসপাতালের সম্মুখ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথেই এ ভঙ্গুর সড়কটির অবস্থান। বাসা বাড়ীর বাসিন্দাগন সড়কে ইট পেতে দেয়ালে বাঁশ টুকে স্ত্রী সন্তান নিয়ে চলাচল করতে হয়। বর্ষা এই মৌসুমে ছাত্রছাত্রী ও মহিলাদের চরম ভোগান্তি এবং ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এ পথে। ভঙ্গুর, পানিতে সয়লাভ, পিচ্ছিল এই সড়কের পাশের বাসিন্দা হরিপদ মোদক, জিতেন্দ্র চন্দ্র ছন্দ ও হাফিজুর রহমান হেলাল জানান, মেয়র, ওয়ার্ড কমিশনারকে বহুবার সড়কটি সংস্কারের আব্দার জানালেও এখন পর্যন্ত এর কোন সুরাহা হয়নি। শুধু আশ্বাস আর অঙ্গিকারেই কেটেগেছে অনেক দিন। সড়কটি এখন চলাচলের অযোগ্যই হয়ে যাচ্ছে। এ সড়কের পাশের বাসিন্দাগন সড়কটি সংস্কারের জন্য বর্তমান পৌর প্রশাসক ও উপজেলা নির্বার্হী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply