বুধবার, ০৯ Jul ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

হবিগঞ্জসহ ৫ পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের সকল কাউন্সিলর অপসারণ

হবিগঞ্জসহ ৫ পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের সকল কাউন্সিলর অপসারণ

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদর এবং তিনটি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে উপ-সচিব মাহবুুব আলম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে হবিগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও চুনারুঘাট পৌরসভার সাধারণ আসনের সকল কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের সকল কাউন্সিলরবৃন্দকে অপসারণ করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। তবে পৌরসভার প্রশাসকের কাজে সহায়তা করবে ৯ সদস্যের কমিটি বলে জানা গেছে। এর আগে ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। জেলা পরিষদের চেয়ারম্যানদেরও অপসারণ করে সেগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। এবার জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার। পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছিল। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com