বুধবার, ০৯ Jul ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

মাধবপুর সুরমা চা বাগানে বিলাসবহুল গাড়িসহ দুজন আটক

মাধবপুর সুরমা চা বাগানে বিলাসবহুল গাড়িসহ দুজন আটক

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিলাসবহুল গাড়ি সহ দুইজন কে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। সোমবার রাতে  সুরমা চা বাগানের ১৯ নাম্বার সেকশন থেকে গাড়ি ও একটি মোটরসাইকেলসহ তাদের  আটক করা  হয়।  বিলাসবহুল গাড়ি  চালক কুমিল্লা সদরের রহিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তপু মিয়া (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ ইমন মিয়া (২২)। স্থানীয়দের ধারণা ওই বিলাসবহুল গাড়ি দিয়ে কোন ভিআইপি আওয়ামী লীগের নেতা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে নতুবা পালানোর চেষ্টায় ছিল। স্থানীয় কয়েক জন জানান, পাহাড় ও চা বাগান বেষ্টীত মাধবপুর উপজেলার পূর্ব ও দক্ষিন এলাকা ভারতের সীমান্ত সীমান্ত ঘেষা। নির্জন ও নিরাপদ ভেবে এ স্থান দিয়ে  অবৈধ ভাবে ভারতে যাওয়ার সুযোগ রয়েছে। এই গাড়ি সীমান্ত এলাকায় আসা যাওয়া রহস্য ঘেরা ।এ নিয়ে  জনমনে নানা রকম আলোচনা চলছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান সন্দেহজনক ভাবে আটককৃতরা  বিলাস বহুল গাড়ি নিয়ে  এলাকায় ঘুরাঘুরি করছিল। স্থানীয়রা আটক করে তাদেরকে পুলিশে সোপর্দ করে। বিলাসবহুল গাড়ির মালিক কুমিল্লার সাবেক মেয়র আলোচিত তাহসিন বাহার সূচনার কথিত দেবব  রুবেল মিয়ার  বলে দাবি করছে স্থানীয় লোকজন। আটকদের হবিগঞ্জ  আদালতে  পাঠানো হয়েছে বলে একটি সূত্রে জানাগেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com