স্টাফ রিপোর্টার।। বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান মামুন। দীর্ঘদিন যাবত অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ইউনিয়ন পরিষদে না আসায় নাগরিক সেবা নিতে আসা লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এরই প্রেক্ষিতে অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। মাহফুজুর রহমান মামুন অত্র ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টানা ৩বারের নির্বাচিত সদস্য । মামুন শরীফখানী এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ ছিদ্দিকুর রহমান এর দ্বিতীয় ছেলে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বকালীন তিনি অত্র ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষজনের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply