চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে টিসিবির পণ্য বিতরণের সময় এক মহিলার মাথা থেকে ঘুমটা সরানোর ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে ব্যপক আলোচনা সমালোচনার ঝড় বইছে। টিসিবির পণ্য সরবরাহ করতে গেলে মাথার কাপড় সরাতে হবে ডিলারের উদ্ভট এ কান্ডে তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে। বিষয়টি এখন মানুষের মুখে মুখে। গত ২৮ সেপ্টেম্বর গাজীপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে যান ডিলার শফিক। এ সময় জনৈক মহিলা পন্য নিতে গেলে ডিলার শফিক ওই মহিলার মাথা থেকে কাপড় সরাতে বলেন। এ নিয়ে উপস্থিত লোকজনের মাঝে ক্ষোভ দেখা দেয়। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডিলার শফিকের এহেন কর্মকান্ডে নানা সমালোচনা জন্ম হয়। অনেকে শফিকের ডিলারশীপ বাতিল করারও দাবী তুলেন। এ বিষয়ে ডিলার শফিক বলেন, ছবি উঠানোর জন্য মাথা থেকে একটু কাপড় সরাতে বলেছিলাম। এর বেশী আর কিছুই নয়।
Leave a Reply