স্টাফ রিপোর্টার ॥ শহরে অবৈধভাবে চালানো একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মচারি ও মালিকের ছেলেকে কারাদণ্ড দেওয়া হয়। গতকাল রোববার (১৮ মে) দুপুরে সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ উল্লাহ। তিনি জানান, সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্যাথলজিস্ট ও রেট চার্ট নেই। এসব অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিকের ছেলে আজিজুল মিয়াকে ১ মাস এবং কর্মচারি লিলি চৌধুরীকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি টিম।
Leave a Reply