নিজস্ব প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের ‘রোকেয়া’ হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। মামলার বিবরণে জানা যায়, গত ১ এপ্রিল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল গ্রামের আসামির ছেলে-মেয়ের সাথে রোকেয়ার সন্তানদের বাড়িতে ইট পাটকেল মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে আসামিরা দা, লাঠি, রড, পল, ফিকলসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে বাদী ও তার মা ভিকটিম রোকেয়া বেগমের উপর আক্রমণ করে। এতে রোকেয়া বেগম পরের দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ বিষয়ে তার ছেলে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গতকাল রবিবার দিবাগত রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিংয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন কিমত আলীর ছেলে বদরুল মিয়া (৩০), তার স্ত্রী মাফিয়া বেগম (২৮)। গ্রেপ্তারকৃত আসামিদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply