নিজস্ব সংবাদদাতা ॥ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তি পূর্ণ ভাবে চলছে। গত বুধবার (৯ অক্টোবর) ষষ্টীবিহিত পুজার মাধ্যমে শুরু হয় ৫ দিনব্যাপী বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা। বছর ঘুরে আবারো নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৯২ টি পূজার মন্ডপে চলছে পূজা। আনন্দময়ীর আগমনে ধনী-গরিব আবালবৃদ্ধ সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে যেন আনন্দের কমতি নেই কোন অংশেই। তবে, দেশের চলমান পরিস্থিতি ও বিভিন্ন স্থানে পূজাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ঘটনার কারনে কিছুটা আতংক বিরাজ করছে। বাঙ্গালী হিন্দুদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজার আগমনী সুর শুভ মহালয়ার মাধ্যমে ইতিমধ্যে সকলের মাঝে বিরাজ করছে। সূত্রে জানাযায়, এ বছর দেবী দোলায় আগমন করবেন ফল মড়ক দোলায়াং মরকং ভবেৎ ও ঘোটকে গমন করবেন। সমাজের সকল আসুরিক শক্তির বিনাশ সাধন করে সর্বত্র শান্তি স্থাপনের মুলমন্ত্রই হলো শারদীয় দুর্গাপুজার মুল উদ্দেশ্য। প্রত্যেক পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় এ বছর সরকারী সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ ও আনসার বাহিনীর লোকের পাশাপাশি সেচ্ছাসেবকরাও প্রতিটি পুজামন্ডপে দায়িত্ব পালন করছে। এমনকি সেনাবাহিনীর সদস্যরাও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন। এছাড়া উপজেলায় ৯২টি পুজামন্ডপের জন্য নবীগঞ্জ থানা পুলিশের ১৩টি মোবাইল টীম ও স্টাইকিং ফোর্সসহ সার্বক্ষনিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন।
প্রতিটি পুজামন্ডপে পঞ্চমীর বোধনের মাধ্যমে অসুর শক্তি বিনাশীনি দেবী দুর্গা এ মর্ত্যধামে আবাহন করবেন। ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হয়ে (১৩ অক্টোবর) রবিবার মহা দশমীবিহিত পুজার মাধ্যমে দেবী বিসর্জনের মধ্য দিয়ে পুজা সম্পন্ন হবে। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল বলেন, আসন্ন শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য আমাদের সেচ্ছাসেবক ও পুলিশ প্রশাসনসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করছি। নবীগঞ্জ থানার নবাগত ওসি কামাল হোসেন পিপিএম বলেন, শারদীয় দুর্গাপুজা সুন্দরভাবে পালনের জন্য সরকারের নির্দেশনা মোতাবেক থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছে। এছাড়া প্রতিটি ইউনিয়নের একটি করে পুলিশের ষ্টাইকিং ফোর্স মোবাইল টীম সার্বিক নিরাপত্তার জন্য কাজ করছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অসুপ বলেন, শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য গত রবিবার বিশেষ আইনশৃঙ্গলা সভা অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply