স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুনীর্তির অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের ও হয়েছে। ৮ জন ইউ/পি সদস্য গতকাল সোমবার এ অভিযোগ করেন। অভিযেগে জানা যায় -উপজেলার বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন নির্বাচিত হওয়ার পর থেকেই দলীয় প্রভাব বিস্তার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতে জড়িয়ে পড়েন। ইউনিয়ন পরিষদের হোল্ডিং এর টাকা, ইউনিয়ন পরিষদের গাছ বিক্রির টাকা, ইউনিয়ন পরিষদের পুকুরের মাছ বিক্রির টাকা, ১% এর টাকা, ইউনিয়ন পরিষদের দোকান ঘরের ভাড়ার টাকা এবং বিভিন্ন ভূয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্নসাৎ করে আসছেন। কোন সদস্য এর প্রতিবাদ করলে দলীয় প্রভাব দেখিয়ে তাকে থামিয়ে দেয়া হতো। এ ব্যাপারে নির্বাচিত ইউ/পি সদস্য ফরিদ মিয়া জানান,আমি বা আমরা এর প্রতিবাদ করলে দলীয় প্রভাব দেখিয়ে মিথ্যা মামলার ভয় দেখাতেন। তাই আমরা এতোদিন চুপ ছিলাম। এ ব্যাপারে চেয়ারম্যান আলাউদ্দিন জানান-এগুলো সর্ম্পূন মিথ্যা ও বানোয়াট। আর দোকানঘর তো বিগত পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান সব দোকান এক কালীন ভাড়া দিয়ে গেছেন। এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম ফয়সল জানান এ বিষয়ে ইউ/পি সদস্যরা অভিযোগের একটি অনুলিপি দিয়েছেন। যেহেতু জেলা প্রশাসক মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছে তিনিই এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন।
Leave a Reply