স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ কর্তৃক অনুমোদিত ইলেকট্রিশিয়ান তোফায়েলের (২৫) বিরুদ্ধে আলতাফ মিয়া নামের এক ব্যক্তি গত ৪ সেপ্টেম্বরের ভূয়া অভিযোগ দায়ের করে বাংলাদেশ বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর। বোর্ড চেয়ারম্যান উল্লেখিত বিষয়টি খতিয়ে দেখার জন্য চুনারুঘাট পল্লীবিদ্যূত কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হয়। অভিযোগে উল্লেখ্য করা হয় আলোনিয়া সাদ্দামের দোকানের পশ্চিমে দুটি বৈদ্যূতিক খুটি স্থাপন করা হয় সেখান থেকে তোফায়েল খুটিগুলো স্থানান্তর করে এবং ২ স্পেন তার চুরি করে নেয় । এই নিয়ে রয়েছে এলাকায় মানুষের ক্ষোভ। সরেজমিনে গিয়ে দেখা যায়, খুটিগুলো স্থানান্তর হয়নি এর কাজ এখনো ও প্রক্রিয়াধীন। এলাকার গ্রাহকেরা অভিযোগের বিষয়ে কিছুই জানেননি। অভিযোগকারী আলতাফ মিয়া ও ওই গ্রামের বাসিন্দা নয়। এলাকার অনেকেই বলেন আলতাফ মিয়াকে তারা চিনেন না। তোফায়েল জানায়, উদ্দেশ্য মূলকভাবে তার বিরুদ্ধে এই অভিযোগ করা হয় যাতে করে এলাকায় তার ইলেকট্রিক কাজের সুনাম ক্ষুন্ন হয়।
Leave a Reply