বুধবার, ০৯ Jul ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

মাধবপুরে নিজের গলা কেটে আত্মহত্যা করল মাদকাসক্ত যুবক

মাধবপুরে নিজের গলা কেটে আত্মহত্যা করল মাদকাসক্ত যুবক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরে সাত্তার মিয়া(৩২)নামে এক যুবক নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। পৌরশহরের মালাকার পাড়ায় গতকাল বুধবার সন্ধায় এঘটনা ঘটে। সে মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়াব আলীর ছেলে। মিয়াব আলী জানান সাত্তার প্রায় ৮ বছর যাবৎ মাদকাসক্ত হয়ে পড়ে। বছর দুয়েক পূর্ব থেকে সে মাদকের নেশায় বেপরোয়া হয়ে উঠে। মাদকের জন্য বাড়ির লোকজন কে মারপিট করত । এক বছর আগে মারপিট করে তার স্ত্রী জোৎস্না বেগমের হাত ভেঙ্গে দেয় তার এবং শিশু পুত্র কে মাটিতে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা চালায় ।
অত্যাচার সইতে না পেরে স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ী চলে যায়। এরপর থেকে মাদকাসক্তর অনেকটা মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বুধবার সন্ধায় সাত্তার উত্তেজিত হয়ে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। এক পর্যায়ে একটি ধারালো টিন শীট নিয়ে মালাকারপাড়া এলাকায় গিয়ে নিজের গলা কাটতে থাকে। খবর পেয়ে মাধবপুর থানার এস আই সাইদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে তার হাত থেকে জনতার সহযোগিতায় টিনের ধারালো টুকরো টি উদ্ধার করে। গুরুত্বর আহত অবস্থায় সাত্তার কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই সাত্তারের মৃত্যু হয় বলে জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জানান। মাধবপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান এব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com