মাধবপুরে বিয়ে বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবক লাখাই উপজেলার সজন গ্রামের মো. শহিদুল্লার ছেলে মোস্তফা বাবু (৩৭)। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে বাবুকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নে বাখরনগর গ্রামে হাজী এখলাসুর রহমানের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় ঐ যুবককে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সতত্যা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply