স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আশিক মিয়া নামের এক ব্যক্তির বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। গত শনিবার সুলেমান মিয়া, ওসমান মিয়া, অলি মিয়া, জানু মিয়া, রমজান মিয়ার নেতৃত্বে লাঠিয়াল বাহিনী আশিক মিয়ার বাড়ীর বাউন্ডারী ভাংচুর ও বাড়ীঘরে হামলা এবং লুটপাট চালায়। খবর পেয়ে মাধবপুর থানার এসআই আতিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুলেমান মিয়া ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এলাকায় সে ত্রাসের রাজত্ব কায়েম করছে। তার বিরুদ্ধে কথা বললে চলে অমানসিক নির্যাতন। তাই তার কুকর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। এমতাবস্থায় আশিক মিয়া ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভোগছেন। প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
Leave a Reply