মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

হবিগঞ্জে শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসে ধান-সবজির ক্ষতি

হবিগঞ্জে শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসে ধান-সবজির ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসে প্রায় ১১০ হেক্টর জমির রোপা আমন ধান ও ২৪ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মশিউর রহমান এ সব তথ্য নিশ্চিত করে বলেন, দমকা বাতাসে ক্ষেতে রোপা আমন ধান হেলে পড়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এছাড়া হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আকতারুজ্জামান শায়েস্তাগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানের ওপর দিয়ে শিলাসহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে গাছপালা, বাসাবাড়ি ভেঙে গেছে। বৃষ্টির পর দেখা গেছে, রাস্তা ও বাসা বাড়ির আঙিনায় শিলার স্তূপ। শিলাবৃষ্টির সঙ্গে ধমকা হাওয়ায় ক্ষেতের রোপা আমনের ধান, সবজির ক্ষতি হয়েছে। শিলায় ঘরবাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। এ নিয়ে ক্ষতিগ্রস্তরা দুশ্চিন্তায় রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com