চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ষাড়েরকোণা পূর্বশত্রুতার জের ধরে একটি প্রভাবশালী মহল বসতবাড়িতে হামলা ও প্রায় অর্ধ লক্ষাধিক টাকার গাছ কর্তন করে ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মনোয়ারা বেগম হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলাকারী ৭ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলাটি বিচারক আমলে নিয়ে চুনারুঘাট থানাকে তদন্তের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে (৬ নভেম্বর ) মামলাটি তদন্ত করেন চুনারুঘাট থানার উপপরিদর্শক আলাউল হোসেন। তিনি বলেন, গাছ কর্তনের আলামত পাওয়া গেছে সঠিক সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, দেওরগাছ ইউনিয়নের ষাড়েরকোণা মৌজার জৈন উল্ল্যার স্ত্রী মনোয়ারা বেগম (৪৯) ও তার মেয়ে মায়া বেগম খরিদ করা জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলো। উক্ত বসতবাড়ির পাশে আকাশী, বেলজিয়াম, ফলদ, বনজ, ঔষধীসহ নানা প্রজাতির গাছ রোপণ করেন। এমতাবস্থায় প্রতিপক্ষ একই এলাকার মৃত- আলাউদ্দিনের ছেলে বজলু মিয়া (৪৫), মোঃ স্বপন মিয়া (৪২), মোঃ কুতুব উদ্দিন (৩৭), মোঃ বাবুল মিয়া (৪৮), মোঃ শরীফ উদ্দিন আহমেদ (২৩), মোঃ শফিক মিয়া (৩৫), মোঃ আরজু মিয়া (৫০) মনোয়ারা বেগমের বসতবাড়ি থেকে উচ্ছেদসহ নানাবিধ হুমকি দিতে থাকে। তারই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধ ভাবে মনোয়ারার বসতবাড়িতে বিভিন্ন প্রকারের ৫০/৬০ গাছ কেটে ফেলে ক্ষতি সাধন করে। এতে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনোয়ারা বেগম জানান। হত্যার হুমকি দিচ্ছে প্রভাবশালী আসামীরা। তিনি এ বিষয় সম্পদসহ তার জানমালের নিরাপত্তা চেয়েছেন প্রশাসনের কাছে ।
Leave a Reply