মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

চুনারুঘাট পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি

চুনারুঘাট পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার দিবাগত রাতে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাত আফরোজ জানান, আমি বৃহস্পতিবার সকালে স্কুলের অফিস কক্ষের দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি আলমিরা সহ সব কিছু এলোমেলো। কক্ষের তালা লাগানো কিন্তু মালামাল নেই। তিনি আরো বলেন বিগত এক মাস যাবত নতুন ভবনের ওয়াশরুমের কাজ করছিল বানিয়াচং এর মইনুর নামে একটি ছেলে। তার কাছে আমাদের স্কুলের একটি কক্ষের চাবি ছিল সে রাতে থাকার জন্য। আমাদের ধারণা তার কাছে থাকা চাবি দিয়ে সে নকল চাবি তৈরি করে আমাদের বিদ্যালয়ের এই চুরির ঘটনা সংঘটিত করতে পারে। এ বিষয়ে প্রধান শিক্ষিকা আরো জানান, বিদ্যালয়ের অফিস রুমের আলমিরা ভেঙে ৬টি কাপ প্লেট, ৬টি স্টীল মগ, ৬টি কাচের গ্লাস, ৬টি নাস্তার প্লেট, ৬টি ভাত খাবার প্লেট, ১২টি চামচ। এছাড়া ৩টি সিলিং ফ্যান, ওয়াইফাই রাউটার, ১৮ টি প্লাস্টিক চেয়ার, ৬টি ঝুড়ি, ১টি সাউন্ডবক্সসহ আসবাবপত্র ও ইউনিসেফ এর মালামাল যার বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। যা বিদ্যালয়  থেকে চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com