বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিমকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিমকে কারাগারে প্রেরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই হত্যা মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে আবারো কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে তাকে চিকিৎসা শেষে  সিলেট জেলা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, গত মঙ্গলবার (৫ নভেম্বর) তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
কারাগার সূত্র জানায়, কারাগারে যাওয়ার আগেই সেলিম কানের জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার কানের সমস্যা প্রকট আকার ধারণ করায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকালে তাকে সিলেট জেলা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ ও রিপন শীল নামে দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় করা পৃথক দুই হত্যা মামলায় আতাউর রহমানকে অন্যতম আসামি করা হয়। গত ১৭ সেপ্টেম্বর র‌্যাব-২ ও ৯ রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। সেদিন রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় আনার পরদিন আদালতে সোপর্দ করা হয়। পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, কারাগারে কানের সমস্যায় সেলিম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পুলিশি পাহারায় সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুস্থ হওয়ায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে সিলেট জেলা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com