স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বিভিন্ন স্পটে জমজমাট হয়ে উঠেছে জুয়ার আসর। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন চলে লাখ লাখ টাকার জুয়া খেলা । এতে নেতৃত্ব দিচ্ছে কালাম ও সুমন নামে দুই প্রভাবশালী নেতা। তাদের ছত্রছায়ায় চলে এসব সর্বনাশী জুয়া খেলা। পাশাপাশি চলে মাদক সেবন।
জানা যায়, ওই ইউনিয়নের তিতারকোনা পেটোলপাম্পের পাশে একটি বাসা, জয়পুর গ্রামের আইয়ুব আলী ও আমিন, তুগলি কবিরের বাড়ি, ছাহেব আলী, আব্দুল হাই, ইরফান, বসিনা গ্রামের নোমান, লস্করপুরের দুলাল সহ বিভিন্ন স্পটে সন্ধ্যার পরই ঘরের ভেতর ও বাহিরে ত্রিপাল টানিয়ে ওয়ান টেন ও তাস দিয়ে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা চলে। আর এসব আসরে হবিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে জুয়াড়ি অংশগ্রহণ করে। এসব কারণে এলাকায় চুরি, ছিনতাই সহ অপরাধ বাড়ছে। আইন শৃঙলা বাহিনীর অভিযান না থাকায় এসব বন্ধ হচ্ছে না। এলাকাবাসী এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply