মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ পৌর বিএনপি নেতা ঝলকের বিরুদ্ধে থানায় হত্যার হুমকির অভিযোগ

আজমিরীগঞ্জ পৌর বিএনপি নেতা ঝলকের বিরুদ্ধে থানায় হত্যার হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদুর রশীদ ঝলক (৪২) সহ কয়েকজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। গত মঙ্গলবার হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ রোডের বাসিন্দা ও মুরাদ ফুড প্রডাক্টস নামে একটি আচার কোম্পানীর মালিক মোঃ মুরাদ মিয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এতে ঝলকের পাশাপাশি আজমিরীগঞ্জের নয়ানগর এলাকার তৌহিদ আলী ও আজিমনগর এলাকার সাহেদুল মিয়াসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে মুরাদ উল্লেখ করেন- তার কোম্পানির একটি মামলার বিষয়ে খালেদুর রশীদ ঝলক ও তার সহযোগীরা মামলা তুলে নেয়ার জন্য তাকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। এ মামলাটি আদালতে বিচারাধীন। মামলা তুলে না নেয়ায় গত ১০ নভেম্বর বিকেলে কোর্ট মসজিদের সামনে খালেদুর রশীদসহ অন্য অভিযুক্তরা ধারালো অস্ত্র দেখিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেন, মামলা তুলে না নিলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে। মুরাদ তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে থানায় অভিযোগ দায়ের করেন এবং আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন।
এই অভিযোগ সম্পর্কে জানতে খালেদুর রশীদ ঝলকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। আর হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com