সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

লাখাইয়ের মিরপুর মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল সনদে দপ্তরি নিয়োগ

লাখাইয়ের মিরপুর মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল সনদে দপ্তরি নিয়োগ

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিরপুর মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে দপ্তরি চাকরি করছেন পাভেল মিয়া। অভিযোগের ভিত্তিতে জানা যায়, মিরপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে পাবেল মিয়া বানোয়াট শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়ে অবৈধভাবে মিরপুর মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে নিয়োগ লাভ করেন গত ২০১৭ সালের ২২শে মে এবং যোগদান করেন ২০১৭ সালের ২৩শে মে।
নিয়োগদানের পর থেকে নিয়মিত স্কুলে আসা-যাওয়া করেনি বলে অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলেনি। জাল সনদে নিয়োগ লাভ করায় পাবেলের বিরুদ্ধে ২০২২ সালের ৭ই জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন মুসকুদপুর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে ছমির উদ্দিন।
সরজমিনে গিয়ে জানা যায়, তার বিরুদ্ধে বিগত ২০২৩ সালের ১৬ই এপ্রিল লাখাই থানায় জলিল মিয়া হত্যা মামলা রয়েছে ও এই মামলায় সে চার্জশিটভুক্ত আসামি। চার্জশিটভুক্ত আসামি হওয়া সত্ত্বেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তার শিক্ষাগত যোগ্যতার কোন উত্তর দিতে পারেনি।
পাবেলের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ জানান, আমি যোগদানের পূর্বে তার নিয়োগ হয়েছে এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। তার নিয়োগ সংক্রান্ত কোন কাগজপত্র বিদ্যালয়ে নেই।
ওই বিষয়টি নিয়ে প্রণব কান্তি মালদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যেহেতু আমি আপনাদের মাধ্যমে শুনেছি। আমি উক্ত বিষয়টি খোঁজ নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে সরজমিন যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com