চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৪নং পাইকপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাজীপুর কমিউনিটি ক্লিনিকে চাকুরী করেও স্বেচ্ছাসেবকলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েছিলেন আসাদুল ইসলাম মোহন। জানা যায়, চুনারুঘাট উপজেলার ফুলপুর গ্রামের হাজী মোঃ ভিনু মিয়ার ছেলে আসাদুল ইসলাম মোহন গত ১০ বছর পূর্বে রাজনৈতিক প্রভাব কাটিয়ে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট প্রকল্পে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে চাকুরী ভাগিয়ে নেন। চাকুরী করা স্বত্ত্বেও ওই মোহন চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অফিস ফাঁকি দিয়ে প্রায়ই তিনি রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই ওয়াসিমের নেতৃত্বে একদল পুলিশ সতং বাজারে বিসমিল্লাহ ফার্মেসীতে অভিযান চালিয়ে মোহনকে গ্রেফতার করে। সে বর্তমানে হবিগঞ্জ কারাগারে আটক আছেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply