স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের অপরাধে তিনজনকে তিন দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস স্থানীয় রেলওয়ে জাংশন কলোনিতে এ ভ্রাম্যমাণ আদালতের বিচার করেন। সাজাপ্রাপ্তরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের ওয়াহেদ মিয়া (৪০), হবিগঞ্জ সদর উপজেলার ফকিরাবাদের কামাল মিয়া (৩০) ও বানিয়াচং উপজেলার গুণই গ্রামের ইউনুছ আলী (৫৬)। সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান এ তথ্য দিয়েছেন। তিনি জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনিতে গাঁজা সেবন করার সময় উপকরণসহ তিনজনকে হাতেহাতে আটক করা হয়। পরে ইউএনও পল্লব হোম ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।
Leave a Reply