স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় আবারও মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলছে। গত সোমবার রাতে পুলিশ সুপারের নির্দেশে ডিবির ওসি নন্দন কান্তি ধরের নেতৃত্বে এসআই আব্দুল মুকিতসহ একদল পুলিশ সুরমা চা বাগানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা হল উপজেলার পরমানন্দপুর গ্রামের বাচ্চু মিয়ার পুত্র কামাল মিয়া (৪০) ও মধ্য বেজুড়া গ্রামের ফরিদ মিয়ার পুত্র সাজিদ মিয়া (৪৫)। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে গতকাল বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করে।
Leave a Reply